kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

আরো ২৩৯ মৃত্যু, শনাক্ত ১৫২৭১

নিজস্ব প্রতিবেদক   

৩০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো ২৩৯ মৃত্যু, শনাক্ত ১৫২৭১

করোনা সংক্রমিত দেশে আরো ২৩৯ জনের প্রাণহানি হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছে ১৫ হাজার ২৭১ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার এই পরিসংখ্যান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত দেশে মোট ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪ হাজার ৩৩৬ জন। মোট সেরে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫০ হাজার ২২০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ২৩৯ জনের মধ্যে পুরুষ ১২৩ জন এবং নারী ১১৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭৬ জন মারা গেছে ঢাকা বিভাগে; চট্টগ্রাম বিভাগে এই সংখ্যা ৫৭ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৪৫ জন, বরিশাল ও সিলেট বিভাগে ১৪ জন করে, রংপুর বিভাগে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯ জন মারা গেছে। মৃত ২৩৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে প্রাণ হারিয়েছে ১৮১ জন, বেসরকারি হাসপাতালে ৪৩ জন এবং বাড়িতে ১৫ জন।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৯.২১ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫.৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১.৬৫ শতাংশ।