kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

সবিশেষ

পুরুষের প্রজনন শক্তিতে প্রভাব নেই করোনার টিকার

কালের কণ্ঠ ডেস্ক   

২০ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপুরুষের প্রজনন শক্তিতে প্রভাব নেই করোনার টিকার

পুরুষের প্রজনন শক্তির ওপরে করোনার টিকার কোনো প্রভাব পড়ে কি না, তা নিয়ে গবেষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মোট ৪৫ জন পুরুষ স্বেচ্ছাসেবক এই গবেষণায় অংশ নেন। গত শুক্রবার সেই গবেষণার ফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায়, এমআরএনএ টিকা নেওয়ার পরও স্বেচ্ছাসেবকদের বীর্যে ‘স্বাস্থ্যকর মাত্রায়’ শুক্রাণু আছে।

জার্নাল অব আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে ওই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে, ৪৫ জন পুরুষের মধ্যে ২১ জনকে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হয়েছিল। বাকি ২৪ জনকে দেওয়া হয়েছিল মডার্নার টিকা। তাঁদের কারো বীর্যে শুক্রাণুর সংখ্যা কমেনি। ২০২০ সালের নভেম্বর মাসে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, করোনা আক্রান্তদের প্রজনন শক্তি হ্রাস পাওয়ার আশঙ্কা আছে। কিন্তু করোনার টিকার সঙ্গে পুরুষের প্রজনন শক্তির কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে গবেষণা হলো এই প্রথমবার।

বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, গতকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১৭ কোটি ৯০ লাখ মানুষ। মারা গেছে ৩৮ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছে ১৬ কোটি ৩২ লক্ষাধিক রোগী। বিশ্বজুড়েই স্তিমিত হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। সূত্র : দ্য ওয়াল।সাতদিনের সেরা