kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

সিলেটে প্রতিমন্ত্রী

বড় ভূমিকম্প হলেও প্রস্তুতি রয়েছে

সিলেট অফিস   

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবড় ভূমিকম্প হলেও প্রস্তুতি রয়েছে

‘পর পর চারবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর থেকেই সিলেটের দিকে প্রধানমন্ত্রীর নজর রয়েছে। সিলেটে ভূমিকম্প হলে যাতে দ্রুত উদ্ধার অভিযান চালানো যায় সে জন্য সরঞ্জামাদি পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশ অনুযায়ী ৩৫ ধরনের সরঞ্জাম সিলেটে এসে পৌঁছেছে।’

গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাস বিষয়ক অবহিতকরণ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সিলেটবাসীকে এই বলে আশ্বস্ত করতে চাই যে বড় ধরনের ভূমিকম্প হলেও সার্চ অ্যান্ড রেসকিউয়ের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।’

এনামুর রহমান আরো বলেন, ‘প্রধানমন্ত্রী চার দিন আগে আমাকে সিলেটে আসার নির্দেশ দেন। তিনি  বলেছেন, তোমরা ঢাকায় বসে মিটিং করছ। সিলেটের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। তোমরা সিলেটে যাও। সেখানে মিটিং করো, তাদের জন্য কী কী করবে তা জানিয়ে এসো।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ভূমিকম্প মোকাবেলায় সিলেট সিটি করপোরেশন ও গণপূর্ত বিভাগে জনবল বাড়ানোর জন্য আমরা প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেব। দেশের ১৪টি ফল্টের মধ্যে সিলেটেই পাঁচটি থাকায় এই জনপদ সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এসব বিষয়ে আমরা সিলেট থেকেই কাজ শুরু করতে চাই।’

মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুত্ফুর রহমান, মহানগর আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেইন, ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের উপসচিব (দুব্য-১) আব্দুল্লাহ আল আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে ভূমিকম্পবিষয়ক তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিদ এম আল হোসেইন, জাইকার প্রতিনিধি নাওকি মাথসুমুরা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির বিন আলম, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শারমীন রেজা চৌধুরী।

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় প্রশ্নের জবাবে সচিব মো. মোহসীন বলেন, ‘ভূমিকম্পকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একে মোকাবেলা করতে হবে।’

মেয়র আরিফুল হক চৌধুরী ভূমিকম্পের ক্ষতি কমাতে নগর সংস্থার উদ্যোগের কথা জানিয়ে এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেন।সাতদিনের সেরা