kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

আরো ৫০ মৃত্যু, শনাক্ত ৫৩ দিনে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক   

১৬ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো ৫০ মৃত্যু, শনাক্ত ৫৩ দিনে সর্বোচ্চ

দেশে করোনাভাইরাস সংক্রমণে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে তিন হাজার ৩১৯ জন। সংক্রমণের এই সংখ্যা গত ৫৩ দিনের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে সুস্থ হয়েছে দুই হাজার ২৪৩ জন।

দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছে আট লাখ ৩৩ হাজার ২৯১ জন। তাদের মধ্যে মারা গেছে ১৩ হাজার ২২২ জন। আর সুস্থ হয়ে উঠেছে সাত লাখ ৭১ হাজার ৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়। ওই তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫০ জনের মধ্যে ১৫ জন করে মারা গেছে রাজশাহী ও খুলনায়। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামে ছয়জন করে, বরিশাল ও রংপুরে একজন করে এবং সিলেট ও ময়নসিংহে তিনজন করে মারা গেছে। তাদের মধ্যে ২১-৩০ বছরের একজন, ৩১-৪০ বছরের তিনজন, ৪১-৫০ বছরের ৯ জন, ৫১-৬০ বছরের ১১ জন ও ষাটোর্ধ্ব ২৬ জন রয়েছেন। মৃতদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ২০ জন।

 

 সাতদিনের সেরা