kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

মৃত্যু ও শনাক্তে ফের ঊর্ধ্বগতি

► ঢাকার দ্বিগুণের বেশি মৃত্যু চট্টগ্রামে
► ২৪ ঘণ্টায় মৃত্যু ৪০ শনাক্ত ১৬৭৫

নিজস্ব প্রতিবেদক   

২৬ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমৃত্যু ও শনাক্তে ফের ঊর্ধ্বগতি

দেশে করোনাভাইরাস সংক্রমণের দৈনিক হার ফের ১০ শতাংশ ছাড়িয়েছে। শনাক্তও বেড়ে এক হাজার ৬৭৫ জনে উঠেছে। আর মারা গেছে ৪০ জন। এই প্রথম ঢাকার চেয়ে চট্টগ্রামে মৃত্যু দ্বিগুণের বেশি। ২৪ ঘণ্টার হিসাবে গতকাল সকাল ৮টা পর্যন্ত চিত্রটা এই দাঁড়িয়েছে। এর আগে গত ১২ মে মারা গেছে ৪০ জন। মাঝখানের ১৩ দিন মৃত্যু এর চেয়ে কম ছিল। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ২৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.০৮ শতাংশ।

এ ছাড়া এ পর্যন্ত দেশে সব মিলিয়ে শনাক্ত হয়েছে সাত লাখ ৯২ হাজার ১৯৬ জন। মারা গেছে ১২ হাজার ৪৪১ জন, সুস্থ হয়েছে সাত লাখ ৩২ হাজার ৮১০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ১৪ জন। বয়স অনুসারে ৩১ থেকে ৪০ বছরের পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের ১২ জন, ষাটোর্ধ্ব ১৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের ১৮ জন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের তিনজন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের একজন এবং রংপুর বিভাগের তিনজন। এই প্রথম দৈনিক মৃত্যুর হিসাবে ঢাকার চেয়ে দ্বিগুণেরও বেশি মৃত্যু হলো চট্টগ্রামে।সাতদিনের সেরা