kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

বজ্রপাতে পাঁচ জেলায় মৃত্যু ১৬ জনের

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবজ্রপাতে পাঁচ জেলায় মৃত্যু ১৬ জনের

বজ্রপাতে দেশের পাঁচ জেলায় গতকাল মঙ্গলবার অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নেত্রকোনায়ই মারা গেছে আটজন। বিস্তারিত কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক ও  প্রতিনিধিদের খবরে—

নেত্রকোনা : গতকাল নেত্রকোনার খালিয়াজুরীতে মেন্দিপুর ও গাজীপুর ইউনিয়নের পুটিয়ার নামক খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত খেলু ফকিরের ছেলে ওয়াসেক মিয়া (৩৫), একই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে বিপুল মিয়া (৩২) ও পার্শ্ববর্তী গাজীপুর ইউনিয়নের বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন (৩০)।

এদিকে কেন্দুয়ায় পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুলী গ্রামের তোরাব আলীর ছেলে মো. ফজলুর রহমান (৫৫), মদন উপজেলায় ফতেপুর গ্রামের হাফেজ মোহাম্মদ শরীফ (১৮) ও মাওলানা আতাবুর রহমান (২১) নামের দুই যুবক এবং পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলী গ্রামের জুনায়েদ (১১) বজ পাতে মারা গেছে।

ফরিদপুর : গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা ও সাড়ে ৪টার দিকে বজ পাতে ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী মহল্লায় আনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী; ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী এলাকার কবীর মোল্লা (৪৮); সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে দুলাল খান (৫৮) এবং মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চাঁদপুর গ্রামে কবীর শেখ (৪০) নামের এক কৃষক মারা গেছেন।

মানিকগঞ্জ : গতকাল বিকেলে জেলার সদর উপজেলার গিলণ্ডে ঘুড়ি উড়াতে গিয়ে এক স্কুলছাত্র এবং পৌরসভার পৌলী এলাকায় ধান কাটতে গিয়ে এক শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার গিলণ্ড গ্রামের মাসুদ মোল্লার ছেলে দশম শ্রেণির ছাত্র আজাদ (১৫) এবং ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামের বাসিন্দা আজমত আলী (৫০)।

সুনামগঞ্জ : গতকাল বিকেল সোয়া ৩টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে বজ পাতে আবু তাহের (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাহের উপজেলার তেগাঙ্গা গ্রামের তাজুল ইসলামের ছেলে। গ্রামের প্রত্যক্ষদর্শী সালিক মিয়া জানান, তাহের দুপুরে মাছ ধরতে হাওরে যান। এ সময় বৃষ্টি ও বজ পাত দেখে বাড়ির পথে পা বাড়ান। কিন্তু পথে বজ পাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ময়মনসিংহ : তারাকান্দা উপজেলায় ফুটবল খেলার সময় বজ পাতে আতিকুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। গতকাল দুপুর ২টায় উপজেলার রামপুর ইউনিয়নের খলিশাজান গ্রামে খোলা মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল উপজেলার রামপুর ইউনিয়নের খলিশাজান গ্রামের আজমত আলীর ছেলে।