kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

সবিশেষ

একসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন তরুণী

কালের কণ্ঠ ডেস্ক   

৬ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএকসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন তরুণী

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ মালির এক তরুণী! বিরল এই ঘটনায় চিকিত্সকরা জানিয়েছিলেন, মায়ের গর্ভে সাতটি ভ্রূণ আছে। জন্ম দেওয়ার পরে দেখা গেল, তার থেকেও দুটি বাচ্চা বেশি ছিল ২৫ বছর বয়সী মায়ের পেটে।

হালিমা চিসে নামের ওই তরুণীকে নিয়ে এখন হইচই পড়ে গেছে সেই দেশে। যখনই জানা গেল তাঁর পেটে সাতটি সন্তান বাড়ছে, তখনই মালির প্রশাসন থেকে তাঁর আলাদা যত্ন নেওয়া শুরু হয়। মার্চ মাসে চিকিত্সকরা যখন জানান, বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন, তখনই তাঁকে উড়োজাহাজে নিয়ে যাওয়া হয় মরক্কো। সেখানেই সন্তানের জন্ম দেন তিনি।

মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্তা সিবি জানিয়েছেন, পাঁচ মেয়ে ও চার ছেলে হয়েছে হালিমার। সব কটি বাচ্চা এবং মা ভালো আছেন।

আলট্রাসাউন্ড পরীক্ষার পরে চিকিত্সকরা জানিয়েছিলেন, হালিমা সাতটি বাচ্চার জন্ম দিতে চলেছেন। সিজারের তারিখও নির্ধারিত হয়েছিল বাচ্চাদের বেড়ে ওঠা দেখে। গতকাল মঙ্গলবার সিজার করার পরে দেখা গেল, আরো দুটি বাচ্চা রয়েছে পেটে। সবমিলিয়ে ৯টি সন্তানই সুষ্ঠুভাবে জন্ম নিয়েছে মরক্কোতে। চিকিৎসাবিজ্ঞানে এটি চরম বিস্ময়কর ঘটনা। শুধু তাই নয়, এমনটা যদি কখনো হয়ও, তবু সব কটি ভ্রূণ পরিপূর্ণভাবে বেড়ে উঠে সুষ্ঠু জন্ম নেওয়া কার্যত বিরল ঘটনা। তেমনটাই ঘটিয়েছেন হালিমা। সূত্র : দ্য ওয়াল।সাতদিনের সেরা