kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

সম্পাদকদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

নিউজপ্রিন্টের কর কমানোর পরামর্শ

নিজস্ব প্রতিবেদক   

১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনিউজপ্রিন্টের কর কমানোর পরামর্শ

আগামী বাজেটে নিউজপ্রিন্টের ওপর থেকে কর কমানোসহ নানা বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে পরামর্শ দিয়েছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকরা। গতকাল দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এসব পরামর্শ দেন তাঁরা।

ভার্চুয়াল এই আলোচনায় অন্যান্যের মধ্যে অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ ও আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান অংশ নেন।

সভার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘নঈম নিজাম নিউজপ্রিন্টের ওপর আরোপিত কর এবং করপোরেট ট্যাক্স কমানোর পরামর্শ দিয়েছেন। সরকারি বকেয়া বিজ্ঞাপন বিল পরিশোধের কথা বলেছেন। এ ছাড়া আমাদের বিভিন্ন কাজ সময়মতো শেষ হয় না বলে অর্থের অপচয় হয়। সেই অপচয় বন্ধ করার পরামর্শ দিয়েছেন অনেকে। শাইখ সিরাজ খাদ্য নিরাপত্তা, কৃষিতে ভর্তুকি বাড়ানো, পোল্ট্রি শিল্পের দিকে নজর দিতে পরামর্শ দিয়েছেন। কৃষি খাতে শিক্ষিত বেকার এগিয়ে এসেছে উল্লেখ করে তিনি প্রণোদনা দেওয়ার কথা বলেছেন।’ মন্ত্রী বলেন, ‘আমাদের কৃষি খাতের যে যে জায়গায় হাত দেওয়া উচিত, সেখানে আমরা সহযোগিতা করব। শিক্ষিত বেকাররা কৃষিতে আসতে চাইলে তাদের উৎসাহ দিতে কিছু প্রণোদনা দেওয়ার চেষ্টা করব।’

বাজেটে সম্পাদকদের পরামর্শ কতটুকু বাস্তবায়ন হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাজেট নিয়ে আমাদের একটি টিম আছে। তারা কাজ করছে। প্রস্তাব এবং পরামর্শগুলো আমরা শুনেছি। যতটা সম্ভব গ্রহণ করা হবে।’

চাল আমদানির পরও বাজারে চালের দাম কেন বেশি, সে বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘ধান, চাল ও গম প্রকৃতির ওপর নির্ভরশীল। আমরা দাবি করি যে আমরা খাদ্যে স্বাবলম্বী। খাদ্যে আমরা স্বাবলম্বী হতে পারি সেই বছর, যে বছর আমাদের প্রকৃতি স্বাভাবিক থাকে। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ আসে, সেটা আমরা মেইনটেইন করতে পারি না। গত বছরও আমাদের অনেক বোরো ফসল নষ্ট হয়েছে। করোনা মহামারির কারণে সারা বিশ্বই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সরবরাহ কমে গেছে এবং চালের দামটা বেড়ে গেছে।’সাতদিনের সেরা