kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

অভয়নগরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

৮ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
অভয়নগরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে নূর আলী (৫০) নামের এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার আনুমানিক রাত ৮টার সময় শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের বাবুরহাটে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। এ সময় তাঁর ছেলে ইব্রাহিম (১৬) গুলিবিদ্ধ হয়। নূর আলী উপজেলার শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল মুঠোফোনে কালের কণ্ঠকে জানান, রবিবার অভয়নগর থানা পুলিশের ৭ মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিল নূর আলী ও তাঁর ছেলে। বাববুরহাটে পৌঁছলে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি করে। গুলিতে নূরের মাথার খুলি উড়ে যায় এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। নূর আলীর ছেলে মোটরসাইকেলচালক ইব্রাহিমের পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মন্তব্য