সুনামগঞ্জের বনগাঁও সীমান্তে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম কামাল হোসেন (৪০)। তিনি সীমান্তের ইসলামপুর উত্তর পাড়ার আব্দুল আওয়ালের ছেলে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বনগাঁও সীমান্তে অতিরিক্ত বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বনগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসছে খবর পেয়ে দুপুরে ওখানে একদল বিজিবি সদস্য পৌঁছান। তাঁরা ইসলামপুর উত্তর পাড়ার পাশের ভারতীয় সীমানায় কয়েকটি গরু পান। ওই গরুগুলো সীমান্তের ওপার থেকে চোরাই পথে আনা হয়েছে দাবি করে সেগুলো আটক করেন বিজিবি সদস্যরা। অন্যদিকে গ্রামের কামাল হোসেন, তাঁর বোন আমেনা আক্তার, আমেনা আক্তারের স্বামী মোস্তফা মিয়া গরুগুলো তাঁদের বাড়ির বলে দাবি করেন। এ নিয়ে দু্ই পক্ষে কথা-কাটাকাটি ও টানাহেঁচড়া শুরু হয়। এক পর্যায়ে গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবির ওপর চড়াও হলে বিজিবি সদস্যরা গুলি ছোড়েন। এ সময় কামাল হোসেন গুলিবিদ্ধ হন। কামাল হোসেনকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। ডাক্তাররা তাঁকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওসমানী মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খোকন জানান, ওসমানী মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে পৌঁছার আগেই কামাল হোসেনের মৃত্যু হয়েছে।
মন্তব্য