kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

ভাস্কর্যবিরোধী মিছিল ছত্রভঙ্গ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক   

৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভাস্কর্যবিরোধী মিছিল ছত্রভঙ্গ করল পুলিশ

গতকাল জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে ভাস্কর্যবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন এলাকায় পৌঁছার পর পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। ছবি : কালের কণ্ঠ

ভাস্কর্য তৈরির বিরোধিতা করে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় একটি মিছিল বের হওয়ার চেষ্টা করলে লাঠিপেটা করে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুলিশ বলছে, অনুমতি ছাড়া যেকোনো ধরনের মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর পরও কিছু লোক জমায়েত হয়ে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার জুমার নামাজের পর কিছু লোক বায়তুল মোকাররমের উত্তর গেটে জমায়েত হয়ে ভাস্কর্যবিরোধী স্লোগান দিতে শুরু করে। ওই এলাকায় আগে থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। স্লোগান দিতে দিতে একটি বিক্ষোভ মিছিল রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বিশৃঙ্খলা না করে চলে যেতে অনুরোধ করে।

পরে মিছিলটি পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে পল্টন মোড়ে পৌঁছলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে ইট-পাটকেল ছোড়া হয়। এ পরিস্থিতিতে কিছু সময় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। তবে ১০-১৫ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেয় পুলিশ।

পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার এনামুল হক মিঠু বলেন, ‘কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি লাগবে। এর পরও জুমার নামাজের পর কিছু লোক বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করে। আমরা প্রথমে তাদের সরে যেতে অনুরোধ করেছি। পরে তারা আমাদের ব্যারিকেড ভেঙে মিছিল শুরু করে। তারা শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে আমরা তাদের ছত্রভঙ্গ করে দিই।’

বিক্ষোভকারী কারা—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা কারা, সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ তারা কোনো ব্যানার নিয়ে আসেনি।’

সম্প্রতি হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতায় সরব হয়েছে। অবশ্য তাদের দাবি, তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়, সব ধরনের ভাস্কর্যের বিরুদ্ধে। পুলিশ বলছে, ভাস্কর্যবিরোধিতার নামে দেশে সহিংসতার চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা