kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

মধুদার ভাস্কর্যের বাম কান ভাঙা রাতেই সংস্কার

নিজস্ব প্রতিবেদক   

৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমধুদার ভাস্কর্যের বাম কান ভাঙা রাতেই সংস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রাণকেন্দ্র মধুর ক্যান্টিনের সামনে স্থাপিত মধুসূদন দে স্মৃতি ভাস্কর্যের বাম কান ভাঙা পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে। ওই দিন রাতেই ভাঙা অংশ মেরামত করা হয়েছে।

এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা গতকাল পর্যন্ত জানা যায়নি। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। ভাস্কর্যটি আগে কী অবস্থায় ছিল, আর এখন কোন অবস্থায় আছে তা দেখতে হবে। প্রক্টরকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীও বিষয়টি দেখবে।’

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী জগন্নাথ হল থেকে মধুসূদন দেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। মধুদার প্রতি শ্রদ্ধা জানাতেই মধুর ক্যান্টিনের নামকরণ করা হয়েছে। ১৯৯৫ সালের ১৮ এপ্রিল ভাস্কর্যটি উদ্বোধন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা