দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টার এই সময়কালে নতুন শনাক্ত হয়েছে দুই হাজার ২৯৩ জন, সুস্থ হয়েছে দুই হাজার ৫১৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত শনাক্ত চার লাখ ৬৭ হাজার ২২৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ ৮৩ হাজার ২২৪ জন। সর্বমোট মারা গেছে ছয় হাজার ৬৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এসব তথ্য জানানো হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৪.৭৯ ও মোট শনাক্ত ১৬.৭৬ শতাংশ। সুস্থতার হার ৮২.০২ ও মৃত্যুহার ১.৪৩ শতাংশ।
সর্বশেষ মারা যাওয়া ৩১ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী। বয়স বিবেচনায় ২১-৩০ বছরের মধ্যে দুজন, ৩১-৪০ বছরের মধ্যে দুজন, ৪১-৫০ বছরের মধ্যে একজন, ৫১-৬০ বছরের মধ্যে সাতজন ও ষাটোর্ধ্ব ১৯ জন।
বিভাগওয়ারি ঢাকার ২৩, চট্টগ্রামের পাঁচ এবং রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে।
মন্তব্য