kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু

নতুন শনাক্ত ২২৭৩, সুস্থ ২২২৩

নিজস্ব প্রতিবেদক   

২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে
২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ২৭৩ জন। আর সুস্থ হয়েছে দুই হাজার ২২৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে চার লাখ ৫৮ হাজার ৭১১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ ৭৩ হাজার ৬৭৬ জন। মারা গেছে ছয় হাজার ৫৪৪ জন।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ওই তথ্য অনুসারে, গতকাল সকাল ৮ পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৩.৮৮ শতাংশ ও মোট শনাক্তের হার ১৬.৮১ শতাংশ। সুস্থতার হার ৮১.৪৬ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে পুরুষ ১৭ জন ও তিনজন নারী। তাঁদের মধ্যে ২১-৩০ বছর বয়সী রয়েছে একজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে একজন, ৫১-৬০ বছরের মধ্যে সাতজন ও ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন। ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে তিনজন করে, খুলনা বিভাগে দুজন, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। তাঁরা সবাই হাসপাতালে মারা গেছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের খবর দেয় সরকার। এর ১০ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর দেওয়া হয়।

 

মন্তব্য