kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

দুই মাস পর শনাক্ত সর্বোচ্চ

২৪ ঘণ্টায় মৃত্যু, ১৩ নতুন শনাক্ত ১৮৪৫, সুস্থ ১৭৩৭ জন

নিজস্ব প্রতিবেদক   

১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
দুই মাস পর শনাক্ত সর্বোচ্চ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ১৩ জনের মৃত্যু ঘটেছে গত ২৪ ঘণ্টার হিসাবে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৮৪৫ জন ও সুস্থ হয়েছে এক হাজার ৭৩৭ জন। এর মধ্যে একটানা দুই মাস দুই দিন পর গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ শনাক্তের সংখ্যা রেকর্ড হয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর এক হাজার ৮৯২ জন শনাক্ত হয়েছিল। পরের দিনগুলোর সব সময়ই শনাক্তের সংখ্যা ছিল এক হাজার ৮৪৫ জনের কম। সূত্র অনুসারে, এ পর্যন্ত দেশে মোট শনাক্ত চার লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ ৪৪ হাজার ৮৬৮ জন ও মারা গেছে ছয় হাজার ১৪০ জন।

এদিকে ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ৯ জন পুরুষ ও চারজন নারী। এর মধ্যে ৫১-৬০ বছরের চারজন ও ষাটোর্ধ্ব ৯ জন। তাঁরা সবাই হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের একজন করে ও রংপুরের দুজন।

মন্তব্যসাতদিনের সেরা