kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

জাতীয় চিড়িয়াখানা

দর্শনার্থীর পথ চেয়ে শতাধিক নতুন অতিথি

নিজস্ব প্রতিবেদক   

৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদর্শনার্থীর পথ চেয়ে শতাধিক নতুন অতিথি

করোনা সংক্রমণ ঠেকাতে গত ২০ মার্চ বন্ধ হওয়ার পর এ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানায় শতাধিক নতুন প্রাণীর আগমন ঘটেছে। ইমু পাখির পরিবারে যোগ হয়েছে ১০ নতুন সদস্য। করোনায় জন্ম নেওয়া এই পাখির ছানাগুলো রাখা হয়েছে আলাদা খাঁচায়। জিরাফের পরিবারে সর্বশেষ যুক্ত হওয়া দুর্জয়ের আগ্রহেরও শেষ নেই। দুর্জয় ও ইমু পাখি ছাড়াও গত সাত মাসে জন্ম নিয়েছে ২৫টি বানর, দুটি জলহস্তী, একটি অ্যারাবিয়ান ঘোড়া, ২০টি হরিণ এবং ৩৭টি ময়ূর। ৯টি ডিম দিয়েছে অস্ট্রিচ, যা রাখা হয়েছে ইনকিউবেটরে। এসব ডিম থেকে নতুন করে অস্ট্রিচের বাচ্চা পাওয়া

যাবে বলে আশার কথা শোনা গেল চিড়িয়াখানাকর্মীদের মুখে।

যুক্ত হচ্ছে শিশুপার্ক : চিড়িয়াখানায় জাদুঘরের পর এবার শিশুদের জন্য যুক্ত হচ্ছে শিশুপার্ক। চিড়িয়াখানায় ঘুরতে আসা শিশুদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী রাখা হচ্ছে এই পার্কে। কাজ চলছে পুরোদমে। শিগগিরই এই শিশুপার্ক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. আব্দুল লতিফ।

 

মন্তব্যসাতদিনের সেরা