kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

বাঁচতে পারল না নির্যাতিত গৃহকর্মী শিশু সাদিয়া

শেরপুরে আওয়ামী লীগ নেতার বাসায় নির্যাতনের শিকার সাদিয়া হাসপাতালে ছিল ২৮ দিন

শেরপুর ও শ্রীবরদী প্রতিনিধি   

২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে
বাঁচতে পারল না নির্যাতিত গৃহকর্মী শিশু সাদিয়া

শেরপুরে শ্রীবরদীতে আওয়ামী লীগ নেতার বাসায় নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী সাদিয়া পারভীন ওরফে ফেলি (১০) মারা গেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে তার মৃত্যু হয়।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসকদের ২৮ দিনের সব চেষ্টা ব্যর্থ করে ফেলি মারা গেছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

প্রায় এক বছর আগে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের বাসায় কাজে যোগ দিয়েছিল পৌর শহরের মুন্সীপাড়া এলাকার রিকশাচালক সাইফুল ইসলামের মেয়ে ফেলি। পান থেকে চুন খসলেই তার ওপর শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুর নির্যাতন করতেন বলে অভিযোগ। গত ২৫ সেপ্টেম্বর ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত গৃহকত্রী ঝুমুরকে শহরের বিথি টাওয়ারের ৬ তলার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। উদ্ধারের সময় শিশুটির হাত, পা, পিঠসহ সারা শরীরে ও স্পর্শকাতর জায়গায় অসংখ্য আঘাতের চিহ্ন ছিল, পেট ফুলে ছিল। সেদিনই তাকে জেলা হাপসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ২৭ সেপ্টেম্বর নেওয়া হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ওসি রুহুল আমিন তালুকদার জানান, শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত ঝুমুর (৩৫) জেলা কারাগারে রয়েছেন।

 

মন্তব্যসাতদিনের সেরা