kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

বিশ্বে শনাক্ত রোগী চার কোটি ছাড়াল

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবিশ্বে শনাক্ত রোগী চার কোটি ছাড়াল

কভিড-১৯-এ শনাক্ত রোগীর সংখ্যা বিশ্বে চার কোটি ছাড়িয়েছে। এর মধ্যে গত এক মাসে শনাক্ত হয়েছে প্রায় এক কোটি মানুষ। মৃতের সংখ্যা ১১ লাখ ১৫ হাজারের বেশি। ইউরোপের কয়েকটি দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় দৈনিক আক্রান্তের হার অনেকটা বেড়ে গেছে।

চীনে গণহারে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসে গত ডিসেম্বরে। এর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়তে থাকে। দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ মাস ধরে বেড়েই চলেছে। বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে গড়ে তিন লাখ ৪৮ হাজার ৯৪১ জন করোনায় আক্রান্ত হচ্ছে। এই হারে বাড়তে থাকলে আগামী ২৮ দিনের মধ্যে আরো এক কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হবে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে। প্রতিদিন গড়ে মৃত্যু হচ্ছে পাঁচ হাজার ৫৬৭ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, বিশ্বে করোনা রোগীর সংখ্যা এক কোটিতে পৌঁছতে সময় লেগেছে ছয় মাসের বেশি। পরের এক কোটি আক্রান্ত হতে সময় লেগেছে দেড় মাসের মতো। আর দুই কোটি থেকে তিন কোটিতে পৌঁছে ৩৯ দিনের ব্যবধানে।

আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৮৩ লাখের বেশি। মৃত্যু হয়েছে দুই লাখ ২৫ হাজার মানুষের। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ৭৫ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় এক লাখ ১৫ হাজার। দেশের হিসাবে বর্তমানে ভারতেই দৈনিক আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ব্রাজিল ও রাশিয়া। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫২ লাখের বেশি; রাশিয়ায় ১৪ লাখ ছাড়িয়েছে। পঞ্চম স্থানে আ ে ইউরোপের দেশ স্পেন। সেখানে শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছুঁই ছুঁই।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে গতকাল সন্ধ্যায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল চার কোটি ২২ হাজার ৯২৫ জন। একই সময়ে মৃতের সংখ্যা ছিল ১১ লাখ ১৫ হাজার ৫৯৯ জন। সেরে ওঠার সংখ্যাও কম নয়; তিন কোটির বেশি। চিকিৎসাধীন আছে ৮৯ লাখ ৭২ হাজার মানুষ। তাদের মধ্যে মৃদু উপসর্গ রয়েছে ৮৯ লাখ ৬৩৩ জনের (৯৯ শতাংশ)। বাকি ৭১ হাজার ৯৯৪ জনের (১ শতাংশ) অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া বিশ্বের প্রতি ১০ লাখ মানুষের মধ্যে করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ১৩৫ জনের শরীরে। সূত্র : এএফপি।

 

মন্তব্য