kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

করোনায় মৃত্যু ভাষাসৈনিক ডা.মির্জা মাজহারুলের

নিজস্ব প্রতিবেদক   

১২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় মৃত্যু ভাষাসৈনিক ডা.মির্জা মাজহারুলের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভাষাসৈনিক ও বারডেম জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের অনারারি চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম মারা গেছেন। গতকাল রবিবার বারডেমের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী চিকিত্সা খাতে এই চিকিত্সকের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

ডা. মির্জা মাহজারুল ইসলামের জন্ম ১৯২৭ সালে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৫২ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও পরে অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। মহান ভাষা আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক-২০১৮ লাভ করেন তিনি।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা