kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

আরো ৩৬ জনের মৃত্যু

শনাক্ত ১১০৬, সুস্থ ১৭৫৩

নিজস্ব প্রতিবেদক   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো ৩৬ জনের মৃত্যু

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু ঘটেছে গত ২৪ ঘণ্টায়। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে এক হাজার ১০৬ জন ও সুস্থ হয়েছে এক হাজার ৭৫৩ জন। সব মিলিয়ে মোট শনাক্ত তিন লাখ ৫৭ হাজার ৮৭৩ জন। এর মধ্যে মারা গেছে পাঁচ হাজার ১২৯ জন ও সুস্থ হয়েছে দুই লাখ ৬৮ হাজার ৭৭৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.২৭ শতাংশ, মোট শনাক্তের হার ১৮.৮৫ শতাংশ। সুস্থতার হার ৭৫.১০ শতাংশ ও মৃত্যুহার ১.৪৩ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছে। তাদের মধ্যে ৪১-৫০ বছরের সাতজন, ৫১-৬০ বছরের আটজন ও ষাটোর্ধ ২১ জন রয়েছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের একজন করে এবং সিলেটের দুজন রয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা