kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

আরো ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪০

নিজস্ব প্রতিবেদক   

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৭২ জনের। নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৫৪০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ সুস্থ হয়েছে মোট দুই হাজার ১৩৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে দুই লাখ ৬৫ হাজার ৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০৩টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৮২টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯০০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৫৩৭টি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১১.৯৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪.৫৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কভিডে মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২১ জন পুরুষ ও নারী সাতজন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন ও খুলনা বিভাগে দুজন রয়েছে। এ ছাড়া রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে একজন করে তিনজন রয়েছে। তাদের সবাই হাসপাতালেই মারা গেছে।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছে ২৪৩ জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছে ৪৩৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছে ৮০ হাজার ৫৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছে ৬৪ হাজার ৭৩ জন। বর্তমানে আইসোলেশনে আছে ১৫ হাজার ৯৮৬ জন।

 

মন্তব্যসাতদিনের সেরা