kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

করোনায় মারা গেল আরো ৩৭ জন

নতুন শনাক্ত ১৬৬৬, সুস্থ ২১৬৩

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় মারা গেল আরো ৩৭ জন

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই সময়কালে নতুন শনাক্ত এক হাজার ৬৬৬ এবং সুস্থ হয়েছে দুই হাজার ১৬৩ জন।

সব মিলে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছে তিন লাখ ৫৩ হাজার ৮৪৪ জন। তাদের মধ্যে মোট সুস্থ হয়েছে দুই লাখ ৬২ হাজার ৯৫৩ জন। আর সর্বমোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৪৪ জনের। দৈনিক শনাক্তের হার ১১.৭৭, মোট শনাক্ত হার ১৯, সুস্থতার হার ৭৪.৩১ এবং মৃত্যুহার ১.৪৩ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ, বাকি ১৩ জন নারী। এর মধ্যে ১০ বছরের নিচে এক শিশু, ৩১-৪০ বছরের মধ্যে দুজন, ৪১-৫০ বছরের মধ্যে তিনজন, ৫১-৬০ বছরের মধ্যে ১২ জন ও ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন। বিভাগওয়ারি ঢাকা বিভাগে ২৩, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে দুই, খুলনায় পাঁচ এবং বরিশাল ও সিলেটে একজন করে।

মন্তব্য