kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

এক দিনে আরো ২২ জনের মৃত্যু

নতুন শনাক্ত ১৫৪১, সুস্থ ১৯২৩ জন

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
এক দিনে আরো ২২ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো চার হাজার ৮৮১ জনের। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৫৪১ জন ও সুস্থ হয়েছে এক হাজার ৯২৩ জন।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাবসহ দেশে নিশ্চিত করোনা রোগীর সংখ্যা তিন লাখ ৪৫ হাজার ৮০৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে দুই লাখ ৫২ হাজার ৩৩৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হার ১২.১১ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হার ১৯.২৫ শতাংশ, সুস্থতার হার ৭২.৯৭ ও মৃত্যুর হার ১.৪১ শতাংশ।

ওই বিজজ্ঞপ্তির তথ্যানুসারে, নতুন করে যাঁরা মারা গেছেন তাঁদের মধ্যে ১৬ জন পুরুষ ও ছয়জন নারী। বয়স বিবেচনায় ৪১-৫০ বছরের দুজন, ৫১-৬০ বছরের আটজন, ও ষাটোর্ধ্ব ১২ জন। বিভাগ হিসাবে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে তিনজন, সিলেটে দুজন, রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মসিংহে একজন করে মারা গেছেন।

 

মন্তব্যসাতদিনের সেরা