kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

ঢাকায় ভারতের হাইকমিশনার হচ্ছেন বিক্রম দোরাইস্বামী

কূটনৈতিক প্রতিবেদক   

১৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকায় ভারতের হাইকমিশনার হচ্ছেন বিক্রম দোরাইস্বামী

বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে বিক্রম দোরাইস্বামীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বর্তমান হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ভারতের হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জানা গেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের যোগ দেওয়ার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) বিজয় ঠাকুর আগামী সেপ্টেম্বর মাসে চাকরি থেকে অবসর নেবেন।

অন্যদিকে বিক্রম দোরাইস্বামী বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে আন্তর্জাতিক সংস্থা ও সামিটস বিভাগে দায়িত্ব পালন করছেন। তিনি দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার (বিএম) বিভাগের যুগ্ম সচিব ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা