kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

টানা চার দিন কমছে মৃত্যু

নমুনা পরীক্ষাও কম

নিজস্ব প্রতিবেদক   

১২ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে
টানা চার দিন কমছে মৃত্যু

টানা চতুর্থ দিনের মতো গতকাল শনিবারও কমেছে করোনাভাইরাস আক্রান্তে মৃত্যুর সংখ্যা। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের তথ্যানুসারে সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০ জনের।

গত ৮ জুলাইয়ের হিসাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যায় ৪৬ জন, ৯ জুলাই ৪১ জন, ১০ জুলাই ৩৭ জন ও গতকাল ৩০ জন। সব মিলিয়ে দেশে মোট দুই হাজার ৩০৫ জন কভিড-১৯ রোগে মারা গেছে।

গতকালের বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১১ হাজার ১৯৩টি এবং এ পর্যন্ত দেশে মোট পরীক্ষা ৯ লাখ ২৯ হাজার ৪৬৫টি। ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয় দুই হাজার ৬৮৬ জন এবং মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৮১ হাজার ১২৯। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ এক হাজার ৬২৮ জন এবং মোট সুস্থ ৮৮ হাজার ৩৪ জন।

বুলেটিনে জানানো হয়, সর্বশেষ মারা যাওয়া ৩০ জনের ২৫ জন পুরুষ ও পাঁচজন নারী। মৃতদের মধ্যে বয়স বিবেচনায় ৩১-৪০ বছরের তিনজন, ৪১-৫০ বছরের তিনজন, ৫১-৬০ বছরের আটজন এবং ষাটোর্ধ্ব ১৬ জন। বিভাগ হিসাবে ঢাকায় ১৩, চট্টগ্রামে ১০, রাজশাহী ও খুলনায় তিনজন করে ও বরিশাল বিভাগে একজন মারা গেছে।

 

মন্তব্য