kalerkantho

শুক্রবার। ১৭ আশ্বিন ১৪২৭। ২ অক্টোবর ২০২০। ১৪ সফর ১৪৪২

সবিশেষ

ক্যান্সার রোগীদের জন্য করোনার বিশেষ ভ্যাকসিন

কালের কণ্ঠ ডেস্ক   

১০ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্যান্সার রোগীদের জন্য করোনার বিশেষ ভ্যাকসিন

ক্যান্সার রোগীদের কভিড থেকে বাঁচাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। সংক্রমণ প্রতিরোধী ক্ষমতা গড়ে তোলার জন্য বিশ্বে প্রথমবার ক্যান্সার রোগীদের ওপর আইএমএম-১০১ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করছে কানাডার অটোয়া হাসপাতাল। কভিড সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি ক্যান্সার, এইচআইভি রোগীদের। ক্যান্সার রোগী যাদের কেমোথেরাপি চলছে তাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় তলানিতে এসে ঠেকে। এ অবস্থায় সার্স-কভ-২ ভাইরাসের সংক্রমণ হলে বাঁচার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে।

এ ধরনের রোগীদের কভিড-১৯ সংক্রমণ থেকে বাঁচানোর জন্য প্রথমবার ইমিউন বুস্টারের ক্লিনিক্যাল ট্রায়াল করতে চলেছে কানাডিয়ান ক্যান্সার ট্রায়াল গ্রুপ। এই ট্রায়ালের নেতৃত্বে রয়েছেন ডক্টর রেবেকা। জানিয়েছেন, ক্যান্সার রোগীদের থেরাপি চলার সময়েই কভিড সংক্রমণ মোকাবেলার জন্য এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। নির্দিষ্ট ডোজে এই ভ্যাকসিন দিয়ে রোগীদের পর্যবেক্ষণে রাখা হবে। এই ক্লিনিক্যাল ট্রায়ালে অটোয়া হসপিটাল একাডেমিক মেডিক্যাল ফাউন্ডেশনের সঙ্গে আছে কানাডিয়ান ক্যান্সার সোসাইটি ইরড়ঈধহজী, দ্য ওন্টারিও ইনস্টিটিউট ফর ক্যান্সার রিসার্চ ও অটোয়া হসপিটাল ফাউন্ডেশন। সূত্র : দ্য ওয়াল।

মন্তব্যসাতদিনের সেরা