kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

১৪ দলের নতুন সমন্বয়ক ও মুখপাত্র হচ্ছেন আমু!

তৈমুর ফারুক তুষার   

৫ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটে



১৪ দলের নতুন সমন্বয়ক ও মুখপাত্র হচ্ছেন আমু!

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নতুন মুখপাত্র হচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। গতকাল শনিবার রাতে ১৪ দলের শরিকরা আমুকে এ দায়িত্ব দেওয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে সম্মতির কথা জানিয়েছেন। ১৪ দলের শরিক একাধিক নেতা কালের কণ্ঠকে এ কথা জানিয়েছেন।

জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে আমির হোসেন আমুর ব্যাপারে আমরা সম্মতি জানিয়েছি। আমরা শরিক দলগুলো একমত হয়ে সম্মতির বিষয়টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়ে দিয়েছি।’

জাতীয় পার্টি জেপির মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, ‘আমির হোসেন আমুকে সমন্বয়ক করার বিষয়ে আমাদের সিদ্ধান্তের কথা ওবায়দুল কাদেরকে জানানো হয়েছে। তিনি বিষয়টি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জানাবেন। এখন আওয়ামী লীগ সভাপতি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এরপর তা প্রকাশ করা হবে।’

তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, ‘আমু ভাই প্রবীণ নেতা। তাঁর পক্ষেই জোটের শরিকদের সমন্বয় করা সম্ভব। জুনিয়রদের মধ্যে কাউকে দায়িত্ব দিলে এ কাজে সমস্যা হতো।’

ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ‘আমু ভাইকে দায়িত্ব দেওয়ার বিষয়ে জোটের মধ্যে আগে থেকেই কিছুটা আলোচনা ছিল। উনার বিষয়ে আমরা সবাই সম্মতি জানিয়েছি।’

সূত্রগুলো জানায়, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের প্রয়াণের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ দায়িত্ব জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুকে দেওয়ার বিষয়ে মনস্থির করেন। গত শুক্রবার রাত থেকে এ বিষয়ে নেতাকর্মীদের মধ্যে কানাঘুষা শুরু হয়। জোটের শরিকদের কোনো মতামত না নিয়ে বা তাদের অবহিত করার আগেই সমন্বয়ক হিসেবে আমির হোসেন আমুর নাম ছড়িয়ে পড়ায় শরিক দলগুলোর নেতাদের মধ্যে খানিকটা হতাশা দেখা যায়। এমন পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে বিষয়টিকে গুজব বলে মন্তব্য করেন। এরপর গতকাল রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মোবাইল ফোনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলেন। পরে শরিক দলগুলোর নেতারা নিজেদের মধ্যে আলাপ করে আমির হোসেন আমুকে সমন্বয়ক ও মুখপাত্র করার বিষয়ে তাঁদের সিদ্ধান্তের কথা ওবায়দুল কাদেরকে জানান।

সূত্রমতে, বর্তমানে ১৪ দলের সমন্বয়কের দায়িত্বে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। আর মুখপাত্রের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিম প্রয়াত হওয়ায় এবং সৈয়দা সাজেদা চৌধুরীর শারীরিক অবস্থা ভালো না থাকায় আমির হোসেন আমুকেই সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

মন্তব্য



সাতদিনের সেরা