kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

সবিশেষ

করোনায় এবার গাড়িতে বিয়ে

কালের কণ্ঠ ডেস্ক   

২ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় এবার গাড়িতে বিয়ে

যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি করোনাভাইরাস ছড়িয়েছে ব্রাজিলে। প্রতিদিন সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। কিন্তু এর মধ্যেও জীবনকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে অনেকে। এই পরিস্থিতিতেও বিয়ে করে নিচ্ছেন কেউ কেউ। তবে এসব বিয়ে অন্য সময়ের মতো সবাইকে নিমন্ত্রণ করে আসর বসিয়ে হচ্ছে না। করোনার ছোঁয়া বাঁচিয়েই হচ্ছে বিয়ের অনুষ্ঠান। সামাজিক দূরত্ব মেনেই চার হাত এক হচ্ছে অনেকেরই।

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে কিছু যুগল ঘরের বাইরেই বিয়ের অনুষ্ঠান সারার জন্য এক অভিনব ব্যবস্থা করেন। তাঁদের জন্য রিওর একটি ড্রাইভ-থ্রু কমপ্লেক্সে বিয়ের আয়োজন করা হয়। সেখানে গাড়ির মধ্যে বসেই ১৫ জোড়া বর-কনে বিয়ে সারেন। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, বৃহস্পতিবার এই অনুষ্ঠান হয়। তবে নেহাতই আংটি বিনিময় আর শপথের মধ্যেই আটকে থাকে বিয়ের আচার। পাঁচ মিনিটের মধ্যে সারা হয়ে যায় বিয়ে।

এই ১৫ যুগলের মধ্যে একজন এরিকা ব্ল্যাংক, যিনি জোয়াওকে বিয়ে করেছেন। তাঁরা বলেন, এই পরিস্থিতিতে এত তাড়াতাড়ি তাঁরা বিয়ে করতে পারবেন বলে ভাবেননি। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা বিয়ে করতে পেরে খুশি। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

মন্তব্যসাতদিনের সেরা