kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

ঈদের ছুটিতে করোনা উপসর্গে ১৬ মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেঈদের ছুটিতে করোনা উপসর্গে ১৬ মৃত্যু

ঈদের ছুটিতে করোনা উপসর্গ নিয়ে মুন্সীগঞ্জ, বরিশাল, সাতক্ষীরা, গাইবান্ধার সুন্দরগঞ্জ, সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও শাহজাদপুর, কুমিল্লার নাঙ্গলকোট, শরীয়তপুর, গাজীপুরের কালীগঞ্জ, খাগড়াছড়ির মানিকছড়ি, ফরিদপুর এবং বরগুনার আমতলীতে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :

মুন্সীগঞ্জ : করোনার উপসর্গ নিয়ে গতকাল রাতে মারা গেছেন মুন্সীগঞ্জের লৌহজংয়ের গোয়ালী মান্দ্রা বেদেপল্লীর এক নারী (৬৫)। এর আগে গত বুধবার করোনা উপসর্গ নিয়ে ওই বেদেপল্লীতে মারা যান আরেক ব্যক্তি (৭০)। তারও আগে গত ২৪ মে ঈদের আগের দিন তাঁর ভাইও (৬৫) করোনা উপসর্গে মারা যান। তবে তথ্য গোপন করে ওই ব্যক্তিদের লাশ সাতঘড়িয়া কবরস্থানে দাফন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বরিশাল : বরিশালে করোনা উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গত বুধবার চিকিৎসাধীন শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রশিক্ষণ ও সমাজকল্যাণ শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পটুয়াখালীর দুমকিতে।

সাতক্ষীরা : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতালে ঈদের দিন দুপুরে মারা যান এক নারী। এর আগে ভোরে মারা যান ৭০ বছর বয়সী একজন। দুজনেরই নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সুন্দরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে আরো এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। গত মঙ্গলবার ঈদের দিন রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটী গ্রামের স্বামীর বাড়িতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওই বাড়িসহ আশপাশের আরো ১৪টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিণা গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক কাঠমিস্ত্রির (৫৫) মৃত্যু হয়েছে।

শাহজাদপুর  (সিরাজগঞ্জ) : ঈদের এক দিন আগে উপজেলার চর কৈজুরি গ্রামের এক ধানকাটা শ্রমিক (২৫) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান জানান, ওই শ্রমিক তাড়াশে ধান কেটে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। ঈদের এক দিন আগে তিনি বাড়িতে মারা গেলে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।

কাজিপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কাজিপুরে করোনা উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে একজন মারা গেছেন।

নাঙ্গলকোট (কুমিল্লা) : নাঙ্গলকোটে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে উপজেলার দৌলখার পূর্ব পাড়ার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে।

খাগড়াছড়ি : মানিকছড়িতে করোনা উপর্সগ নিয়ে মারা গেছেন এক পোশাক শ্রমিক (২৩)। ওই নারী চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। 

ফরিদপুর : ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে এক তরুণের (৩২) মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে ফরিদপুর শহরের আলীপুরের আলাউদ্দিন খাঁ সড়কে অবস্থিত নিজ বাড়িতে মারা যান ওই তরুণ। কয়েক দিন ধরে ওই তরুণ জ্বর ও গলা ব্যথায় ভুগছিলেন।

আমতলী (বরগুনা) : করোনা উপসর্গ নিয়ে গত শনিবার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের (৭২) মৃত্যু হয়েছে।

শরীয়তপুর : শরীয়তপুর সদর হাসপাতা?লে আইসোলেশনে থাকা করোনা উপসর্গ নিয়ে গতকাল সকালে এক ব্যক্তির (৫৫) মৃত্যু হ?য়ে?ছে। তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ ক?রে পরীক্ষার জন্য ঢাকায় পাঠা?নো হয়েছে।

গাজীপুর : কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার (৭০) মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে কালীগঞ্জের বড়নগর এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি। করোনা পরীক্ষার জন্য গতকাল সকালে নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা