kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

সবিশেষ

অবশেষে মাস্ক পরলেন ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে মাস্ক পরলেন ট্রাম্প

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে প্রতিটি দেশেই মারা যাচ্ছে বিপুলসংখ্যক মানুষ। এমন পরিস্থিতিতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এ মহামারির মধ্যেও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন ভয়ডরহীন। যতবারই তিনি গণমাধ্যমের সামনে হাজির হয়েছেন একবারের জন্যও তাঁর মুখে মাস্ক দেখা যায়নি। তবে বৃহস্পতিবার মিশিগানের একটি কারখানা পরিদর্শনের সময় তাঁর মুখে মাস্ক দেখা যায়। ট্রাম্পের মাস্ক পরিহিত ওই ছবিটি কোনো এক ব্যক্তি নিজের টুইটারে প্রকাশ করেন।  সংবাদমাধ্যম জানায়, মিশিগানের ইপসিল্যান্টি শহরে অবস্থিত ফোর্ড গাড়ির কারখানা পরিদর্শনে যান ট্রাম্প। এ সময় তিনি কারখানার ভেতরে মাস্ক পরে প্রবেশ করেন। কিন্তু সংবাদমাধ্যমের সামনে হাজির হওয়ার আগেই তিনি সেটি আবার খুলে ফেলেন। ফোর্ডের এ কারখানাটির শ্রমিকরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভেন্টিলেটর ও অন্য মেডিক্যাল সরঞ্জাম তৈরির কাজ করছেন।

সাংবাদিক ও আলোকচিত্রীদের নিজের এ সফর প্রচার করার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমার এর আগেও একটি (মাস্ক) ছিল। তবে আমি সংবাদমাধ্যম গুলোকে কোনো অবস্থাতেই এটি দেখে আনন্দ পাওয়ার সুযোগ দিতে চাইনি।’ সূত্র : এএফপি।

 

 

মন্তব্যসাতদিনের সেরা