kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

লকডাউনের মধ্যে বিয়ে, বর-কনেসহ সব অতিথি গ্রেপ্তার

কালের কণ্ঠ ডেস্ক   

৯ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলকডাউনের মধ্যে বিয়ে, বর-কনেসহ সব অতিথি গ্রেপ্তার

করোনাভাইরাস মহামারি ঠেকাতে বিভিন্ন দেশে চলছে লকডাউন। দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু নাটালে লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করায় বর-কনে এবং বিয়েতে আমন্ত্রিত অন্তত ৫০ জন অতিথিকে গ্রেপ্তার করা হয়েছে। লকডাউনের মধ্যে গত রবিবার ৪৮ বছরের জাবুলানি জুলু ও ৩৮ বছরের নোমথানদাজো এমখিজের বিয়ের আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে পরিবার ও বন্ধুবান্ধব মিলে অন্তত ৫০ জন হাজির হয়েছিলেন সেখানে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে গ্রেপ্তার করে। ওই বর-কনে ও নিমন্ত্রিতদের পুলিশের ভ্যানে তোলার ছবি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এক পুলিশকর্তা বলেন, ‘আমার মনে হয় না, লকডাউনের মধ্যেও বিয়ে করার কোনো যুক্তি ওদের আছে। আমরা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছি। প্রত্যেককে জরিমানা করা হবে। বাকিদের জরিমানা করে ছেড়ে দিলেও বর ও কনের জেলের সাজাও হতে পারে।’ দক্ষিণ আফ্রিকায় আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন চলার কথা রয়েছে। সূত্র : ডেইলি মেইল।

মন্তব্যসাতদিনের সেরা