kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

সবিশেষ

রক্ত পরীক্ষায় লক্ষণের আগেই ক্যান্সার শনাক্ত

কালের কণ্ঠ ডেস্ক   

৪ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরক্ত পরীক্ষায় লক্ষণের আগেই ক্যান্সার শনাক্ত

অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্মণ টের পাওয়ার আগেই ক্যান্সার শনাক্ত করতে সক্ষম হয়েছে নতুন এক রক্ত পরীক্ষা। ফুসফুস, অন্ত্র, ডিম্বাশয়, অগ্ন্যাশয়সহ অর্ধশতেরও বেশি ক্যান্সার এ প্রক্রিয়ায় শনাক্ত করা সম্ভব হয়েছে। একইসঙ্গে কোনো ক্যান্সারের উত্পত্তি কোন টিস্যু থেকে হয়েছে তাও নির্ণয় করা যাচ্ছে। অ্যানালস অফ অনকোলজি নামের জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই নতুন গবেষণায় সফলতার হার ৯৯ শতাংশেরও বেশি বলে জানা গেছে। এক হাজার দুইশোরও বেশি রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে এ গবেষণা করা হয়। বিজ্ঞানীরা আশাবাদী, পরীক্ষার মাধ্যমে সহজে ধরা পড়ে না এমন ক্যান্সারও এই রক্ত পরীক্ষায় শনাক্ত করা সম্ভব হবে।

হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ডানা-ফারবার ক্যান্সার ইন্সটিটিউটের অধ্যাপক এবং অন্যতম প্রধান গবেষক জেওফ অক্সনার্ড বলেন, ‘প্রাথমিকভাবে সফল এই পরীক্ষার পর অনেকে জানতে চাইছে, কখন এই পরীক্ষা সবার জন্য উন্মুক্ত হবে। আমরা আসলে ল্যাবে এ গবেষণা আরো চালিয়ে যেতে চাই। আশা করি, রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্তকরণে আমরা সফল হবো।’

যুক্তরাজ্যের ক্যান্সার রিসার্চ কেন্দ্রের প্রধান ডা. ডেভিড ক্রসবাই বলেন, ‘একদম শুরুতেই ক্যান্সার শনাক্ত করা গেলে হাজার হাজার প্রাণ রক্ষা করা সম্ভব। কেবলমাত্র প্রযুক্তির বিকাশই পারে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে।’

তিনি বলেন, ‘যদিও এই গবেষণা প্রাথমিক পর্যায়ে আছে, তারপরও ফলাফল বেশ আশাব্যঞ্জক। তবে এর জন্য আরো গবেষণার প্রয়োজন। রক্ত পরীক্ষা করে ক্যান্সার শনাক্তের সক্ষমতা আরো বাড়াতে হবে।’ সূত্র: দ্যা ইন্ডিপেনডেন্ট 

মন্তব্যসাতদিনের সেরা