kalerkantho

সোমবার । ২৩ চৈত্র ১৪২৬। ৬ এপ্রিল ২০২০। ১১ শাবান ১৪৪১

পবিত্র শবেবরাত ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক   

২৬ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপবিত্র শবেবরাত ৯ এপ্রিল

হিজরি ১৪৪১ সনের শাবান মাসের চাঁদ গতকাল বুধবার বাংলাদেশের আকাশে দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। ফলে আজ বৃহস্পতিবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আর আগামীকাল শুক্রবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ৯ এপ্রিল ১৪ শাবান দিবাগত রাতে সারা দেশে পালিত হবে পবিত্র শবেবরাত।

ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।

সভায় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, বাংলাদেশ ওয়াক্ফ উপপ্রশাসক (প্রশাসন, ভারপ্রাপ্ত) এস এম হুমায়ুন কবির সরকার, ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার হাসান মারুফ, উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহ. সাইফুল্লাহ, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. মাহমুদুর রহমান, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহি জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ।

 

মন্তব্যসাতদিনের সেরা