kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

সবিশেষ

আইন মানতে বাইকে কুকুরের মাথায়ও হেলমেট

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমোটরসাইকেলে চালক ও আরোহী উভয়েরই হেলমেট পরার বিধান রয়েছে। গত মাসে ভারতে সংশোধিত যানবাহন আইনের ৬৩টি বিধি কার্যকর করা হয়েছে। সংশোধিত এ আইনে হেলমেট না পরার জরিমানা এক লাফে ১০ গুণ বাড়িয়ে ১০০ টাকা থেকে এক হাজার টাকা করা হয়েছে। হয়তো বর্ধিত এই জরিমানার ভয়ে, অথবা সত্যি সত্যিই ট্রাফিক আইন মেনে, মানুষ তো বটেই, দিল্লির রাস্তায় এখন হেলমেট পরানো হচ্ছে মোটরবাইক বা স্কুটারে বসা কুকুরকেও। মালিকের সঙ্গে বাইক আরোহী হেলমেট পরা কুকুরের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইন সংশোধনের পরপরই গত সেপ্টেম্বরে ছবিটি তোলা হয়।

ছবিটিতে দেখা গেছে, এক মোটরসাইকেলচালকের পেছনে আরোহী হিসেবে বসে আছে একটি কুকুর। চালকের মাথায় তো বটেই, কুকুরটির মাথায়ও আছে একটি হেলমেট।

ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই দারুণ সাড়া ফেলেছে। বেশির ভাগই ছবিটির প্রশংসা করে টুইটারে টুইট করেছে। জনগণের ট্রাফিক আইন না মানার প্রবণতা সব সময়ই দিল্লি পুলিশের জন্য বড় মাথাব্যথার বিষয় ছিল। কিন্তু সংশোধিত আইন পাসের পর সেই হার অনেকটাই কমে এসেছে। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এই বছরের সেপ্টেম্বরে আইন অমান্য করার হার প্রায় ৬৬ শতাংশ কমে এসেছে।

মন্তব্যসাতদিনের সেরা