kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

ঢাকায় আর ফিরতে চায় না আবরারের ভাই

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকায় আর ফিরতে চায় না আবরারের ভাই

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগকর্মীদের নির্যাতনে নিহত মেধাবী ছাত্র আবরার ফাহাদের একমাত্র ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আবরার মারা যাওয়ার পর ফায়াজ সিদ্ধান্ত নিয়েছে, সে আর ঢাকায় পড়াশোনা করতে যাবে না। গতকাল শনিবার সন্ধ্যায় কুমারখালী উপজেলার রায়ডাঙ্গায় আবরারদের গ্রামের বাড়িতে বসে সে কালের কণ্ঠের কাছে তার এই অভিমত জানায়।

ফায়াজ বলে, ‘ভাইয়া নিজে আমাকে ঢাকায় নিয়ে সেখানে ভর্তি করে দিয়েছিলেন। তিনি আমার ভালোমন্দ সব কিছুর খোঁজখবর রাখতেন। তিনি আমাকে নিজে পড়াতেনও। এত স্মৃতি নিয়ে আমি কী করে ওই ঢাকা শহরে পড়তে যাব? আমি সিদ্ধান্ত নিয়েছি, কুষ্টিয়াতেই ভর্তি হয়ে যাব।’

এক প্রশ্নের জবাবে ফায়াজ বলে, ‘না, তেমন কোনো ভয় নেই, তবু তো বলা যায় না। যারা আমার ভাইয়াকে মেরেছে তারা তো অনেক শক্তিশালী। যদি তারা বা তাদের কেউ আমার ক্ষতি করে বসে, সেই চিন্তা যে একেবারে নেই তা না। আর আগে তো ভাইয়া ছিলেন, এখন তো তিনি নেই। আমি একা। কার ভরসায় সেখানে যাব? নানা কারণে আমি আর ঢাকায় না পড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ফায়াজ আরো বলে, ‘আমি তো তাঁর শুধু ছোট ভাই ছিলাম না, আমি ছিলাম তাঁর বন্ধু, আর তিনি ছিলেন আমার বন্ধু ও অভিভাবক। আমরা একে অন্যের সঙ্গে সব কিছু শেয়ার করতাম। আমার ভাইয়ের হত্যাকারীদের সাময়িক বহিষ্কারের খবরে বিস্মিত হয়েছি। আমি এখনো তাদের বুয়েট থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাই।’

মন্তব্য