kalerkantho

সোমবার। ১৯ আগস্ট ২০১৯। ৪ ভাদ্র ১৪২৬। ১৭ জিলহজ ১৪৪০

সবিশেষ

জিন সংশোধন করে বার্ড ফ্লু থেকে রক্ষা!

কালের কণ্ঠ ডেস্ক   

৯ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজিন সংশোধন করে বার্ড ফ্লু থেকে রক্ষা!

অন্তত ১০০ বছর ধরে বিশ্বে বড় এক আতঙ্কের নাম বার্ড ফ্লু। এ থেকে উত্তরণের নানা উপায় খুঁজছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এমন মুরগি জন্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার দেহে বার্ড ফ্লু বাসা বাঁধতে পারবে না। এরই মধ্যে মুরগির জিন সংশোধন করে সেই পথে এক ধাপ এগিয়ে গেছেন তাঁরা।

সম্প্রতি এসংক্রান্ত নিবন্ধ বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘ইলাইফ’-এ প্রকাশিত হয়েছে।

২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে সারা বিশ্বে প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণ কেড়েছিল এইচওয়ানএনওয়ান ভাইরাস। তবে পাখিবাহিত ভাইরাসের কারণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল ১৯১৮ থেকে ১৯২০ সালের মধ্যে। তখন একই ভাইরাসের কারণে মারা যায় প্রায় পাঁচ কোটি মানুষ। ফলে ফের বার্ড ফ্লুর এমন হানার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে এরই মধ্যে বার্ড ফ্লুকে দূরে রাখার উপায় উদ্ভাবন করতে চলেছেন ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজ এবং এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের রসলিন ইনস্টিটিউটের গবেষকরা।

পরীক্ষাগারে মুরগির ছানার ডিএনএর একটি অংশ থেকে এএনপি৩২ প্রোটিন সরাতে পেরেছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এই প্রোটিনেই বার্ড ফ্লুর ভাইরাস আশ্রয় নেয়। সে কারণে এ প্রোটিন মুরগির ডিএনএ থেকে সরানো হয়েছে। ফলে মুরগি ওই ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে একেবারে মুক্ত বলা চলে।

রসলিন ইনস্টিটিউটের গবেষক মাইক ম্যাকগ্রিউ বলেন, তাঁদের পরবর্তী লক্ষ্য জিন এডিটিং টেকনোলজির মাধ্যমে এমন মুরগি জন্ম দেওয়া, যা বার্ড ফ্লুতে আক্রান্ত হবে না। তা করার আগে এডিট করা ডিএনএ মুরগির দেহে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না, এ বিষয়ে নিশ্চিত হতে হবে। সূত্র : ডয়চে ভেলে।

 

 

মন্তব্য