kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

মাঠে নেমেছে দুদক

নিজস্ব প্রতিবেদক   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমাঠে নেমেছে দুদক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বোমা মেশিনের খবর কালের কণ্ঠে প্রকাশিত হওয়ার পর মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেআইনিভাবে পাথর উত্তোলনে কোটি কোটি টাকা ঘুষ লেনদেন ও অবৈধ অর্থ উপার্জনের বিষয়ে তারা তদন্ত শুরু করেছে। দুদক মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে গতকাল শনিবার দুদকের একটি দল তেঁতুলিয়া পরিদর্শন করে। দলের নেতৃত্বে ছিলেন দুদকের সহকারী পরিচালক এহসানুল হক পলাশ।

পরিদর্শনকালে দুদকের তদন্তদল অবৈধ পাথর উত্তোলন কর্মকাণ্ডে কারা কারা জড়িত, ঘুষ লেনদেন কিভাবে ঘটছে এবং অবৈধ অর্থ কোথায় বিলিবণ্টন হচ্ছে—এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। চক্রের সামনে-পেছনে কারা কারা কাজ করছে, তাদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে দুদক দল। পরে তারা স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

দুদকের এনফোর্সমেন্ট অভিযানের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘অবৈধ পাথর উত্তোলনের নামে পরিবেশ ধ্বংসের এ ঘটনার মূল কারণ দুর্নীতি। এতে শুধু পঞ্চগড়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য ও ভূতাত্ত্বিক গঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং এ অপরাধকে কেন্দ্র করে দুর্নীতির সংক্রমণ ভয়াবহ বিস্তার লাভ করছে। এমনকি নিচু থেকে উঁচু স্তরে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে অনেকে।’

মোহাম্মদ মুনীর চৌধুরী আরো বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ করে পরিবেশ ধ্বংসের অপরাধ বন্ধ করাকে দুদক চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। দুদক শিগগিরই জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে কার্যকর অভিযান শুরু করবে এবং এর সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের অর্থ উপার্জনের অনুসন্ধান শুরু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

 

 

মন্তব্যসাতদিনের সেরা