kalerkantho

শনিবার । ১৬ নভেম্বর ২০১৯। ১ অগ্রহায়ণ ১৪২৬। ১৮ রবিউল আউয়াল ১৪৪১     

জাতিসংঘের সহকারী মহাসচিবের সঙ্গে ফখরুলের বৈঠক

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতিসংঘের সহকারী মহাসচিবের সঙ্গে ফখরুলের বৈঠক

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ক্ষমতাসীন দলের সঙ্গে রাজনৈতিক মতভেদের মধ্যে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার একজন সহকারী মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার সকালে (নিউ ইয়র্ক সময়) তিনি জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করেন।

জানা যায়, ওই বৈঠকে দেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দলের ওপর দমন-পীড়নের অভিযোগ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা করেন বিএনপি মহাসচিব।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করতে ফখরুল নিউ ইয়র্ক গেছেন বলে আগে বিএনপি নেতাদের বরাত দিয়ে খবর ছড়ালেও ফখরুলের বৈঠক হয়েছে একজন সহকারী মহাসচিবের সঙ্গে।

পদমর্যাদায় জাতিসংঘ মহাসচিবের পরে আছেন একজন উপমহাসচিব; তাঁর নিচে রয়েছেন ২১ জন আন্ডার সেক্রেটারি জেনারেল। এই আন্ডার সেক্রেটারি জেনারেলদের সহায়তা দিতে রয়েছেন বিভাগভিত্তিক অনেক সহকারী মহাসচিব।

মন্তব্যসাতদিনের সেরা