kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

লালমনিরহাট

জনপ্রিয়তা বেড়েছে ধানের শীষের

আসাদুল হাবিব দুলু
সভাপতি, জেলা বিএনপি

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেজনপ্রিয়তা বেড়েছে ধানের শীষের

কালের কণ্ঠ : বিএনপির নির্বাচনী প্রস্তুতি কেমন?

দুলু : আসলে আমরা তো পাতানো নির্বাচনে যেতে চাই না। দীর্ঘদিন ধরে বিএনপি নিরপেক্ষ সরকার, সেনাবাহিনীর অধীনে নির্বাচনসহ বেশ কিছু দাবি করে আসছে। মূলত এসব দাবির ওপরই নির্ভর করছে নির্বাচনে যাওয়া না যাওয়া। তবে বিএনপি নির্বাচনমুখী দল। ভোটে যেতে সব সময় আমরা প্রস্তুত। পুলিশ ও আওয়ামী লীগের বাধার মুখেও আমরা নানাভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

কালের কণ্ঠ : অনেকে বলছেন লালমনিরহাট জেলায় বিএনপির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।

দুলু : মোটেই হ্রাস পায়নি। উল্টো বর্তমান সরকারের নানা অনিয়ম-দুর্নীতি, বাক্স্বাধীনতা হরণ, এসব কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে বিএনপির জনপ্রিয়তা কয়েক গুণ বেড়েছে। এই জেলার মানুষ বর্তমানে বিএনপির দিকেই ঝুঁকছে। 

কালের কণ্ঠ : লালমনিরহাট-৩ আসনে তো আপনি দলের একক প্রার্থী। অন্য দুটি আসনে যোগ্য প্রার্থীর সংকট আছে কি?

দুলু : না, প্রার্থীর সংকট নেই। উল্টো অন্য দুটি আসনে এবার বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।

কালের কণ্ঠ : জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির কোনো সম্ভাবনা আছে?

দুলু : ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত। আর ওই দলসহ অন্য দলগুলোর সঙ্গে এখনো আসন ভাগাভাগির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে এই মুহূর্তে বলা যাচ্ছে না লালমনিরহাটে কোন কোন আসনে বিএনপি নির্বাচন করবে আর কোন আসন জামায়াতকে ছেড়ে দেওয়া হবে।

কালের কণ্ঠ : কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামে বিদ্যমান দলীয় কোন্দল আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে?

দুলু : এটা কোন্দল বা মতবিরোধ নয়। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে কারো সঙ্গে অন্যের ব্যক্তিগত মনোমালিন্য থাকতে পারে; কিন্তু দলীয় আদর্শের দিক দিয়ে সবাই এক। ফলে এই ছোটখাটো বিষয়গুলো নির্বাচনে প্রভাব ফেলবে না।

কালের কণ্ঠ : আওয়ামী লীগ-জাপা জোটগত নির্বাচন করলে সদর আসনে জেতার বিষয়ে কতটুকু আশাবাদী?

দুলু : তারা এখনো জোটগতভাবেই আছে। কিন্তু এটি বিএনপির জন্য ফ্যাক্টর নয়। দল দুটির ওপর থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে আসনটিতে অবশ্যই আমরা জিতব।

কালের কণ্ঠ : এই সরকারের অধীনে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী বিএনপি?

দুলু : বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে সেটা হবে অবশ্যই একটি সাজানো নির্বাচন। ফলে জয়-পরাজয় পরের কথা, তাদের অধীনে আমরা নির্বাচনে যাব কি না, সেটাই আগে ভেবে দেখতে হবে।

মন্তব্য