kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

সবিশেষ

আকাশের ‘রিং’ নিয়ে ধন্দ

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআকাশের ‘রিং’ নিয়ে ধন্দ

পৃথিবীর বাইরে কোনো গ্রহে প্রাণী (এলিয়েন) আছে কি না—তা এখন মহাকাশ গবেষণার অন্যতম আগ্রহের জায়গা। এখনো ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের প্রমাণ পাননি বিজ্ঞানীরা। তবে আশাও ছাড়েননি তাঁরা। প্রতিনিয়তই অনেক বিষয় তাঁদের আগ্রহ আর আশাকে জিইয়ে রেখেছে। বিশেষ করে পৃথিবীর বাইরে ‘দুর্বোধ্য’ কিছুু নজরে এলেই আশায় বুক বাঁধেন তাঁরা।

এবারও তেমনটি ঘটেছে। এরই মধ্যে শুরু হয় বিতর্কও। আর এই বিতর্কের জন্ম দিয়েছে মহাকাশ গবেষণাবিষয়ক মার্কিন সংস্থার (নাসা) একটি ভিডিও।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, আচমকা বেশ কয়েকটি ধোঁয়ার রিং দেখা যাচ্ছে আকাশে। ইউএফওর মতো দেখতে ওই ধোঁয়ার রিংগুলোকে আকাশের এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াতে দেখা যায়। কিন্তু ধোঁয়ার ওই রিংগুলো কোথা থেকে আসছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছুুুু জানা যাচ্ছে না। এরই মধ্যে ভিডিওটি ইউটিউব, ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

বিজ্ঞানীরা বলছেন, তাঁরা এখনো রিংগুলোর বিষয়ে বিস্তারিত কিছুু জানতে পারেননি। তবে অল্প দিনের মধ্যেই এ বিষয়ে একটা জুতসই ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে বলে বিশ্বাস তাঁদের। সূত্র : জিনিউজ।

মন্তব্যসাতদিনের সেরা