kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

ফ্লু- পাঁচ বছরে একবার!

কালের কণ্ঠ ডেস্ক   

৭ মার্চ, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফ্লু- পাঁচ বছরে একবার!

গত চার বছর কি আপনি জ্বর কিংবা সর্দি-কাশিজনিত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে মুক্ত ছিলেন? তাহলে এ বছর আপনার শনির দশা। কয়েক হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেলেও ফ্লু থেকে নিস্তার মিলবে না। আকাশবাণী নয়, খোদ বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। তাঁদের গবেষণা অনুযায়ী, প্রাপ্তবয়স্ক প্রতিজন নারী-পুরুষ প্রতি পাঁচ বছরে অন্তত একবার ফ্লুতে আক্রান্ত হয়ে থাকেন। তথ্য পরিসংখ্যানভিত্তিক এ গবেষণা পরিচালিত হয়েছে চীন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। ফ্লু ভাইরাসের কারণ, শারীরিক কী কী উপাদানের ঘাটতির জন্য ইনফ্লুয়েঞ্জা আক্রমণ করে এগুলো দেখতে গিয়ে বিজ্ঞানীরা আক্রমণের সময়সীমা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন। গবেষকরা ৭ থেকে ৮১ বছর পর্যন্ত স্বেচ্ছাসেবকদের রক্তের নমুনা এবং জীবনচক্রের উপাত্ত নিয়ে গবেষণার কাজ শুরু করেছিলেন। সেখান থেকেই গড়ে প্রতি পাঁচ বছর পরপর প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির ভাইরাসজনিত এ রোগের প্রাদুর্ভাবের তথ্য মেলে।

জার্নাল প্লসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কোন কোন ক্ষেত্রে বিজ্ঞানীরা ১৯৬৮ সাল এবং তৎপরবর্তী ফ্লু আক্রান্ত রোগীদের তথ্যও গবেষণায় কাজে লাগিয়েছেন। দেখা গেছে, শিশু ও বৃদ্ধদের ইনফ্লুয়েঞ্জাজনিত রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। তবে প্রাপ্তবয়স্কদের বছর পাঁচেকে একবার করে ভুগতে হয়। অবশ্য এ ক্ষেত্রে কী কী বিষয় প্রভাবকের ভূমিকা পালন করে, তা এখনো জানা যায়নি। সূত্র : বিবিসি।

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা