kalerkantho

শনিবার । ২৫ মে ২০১৯। ১১ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৯ রমজান ১৪৪০

শিক্ষক নিয়োগে অনিয়ম

কারণ দর্শানোর নোটিশ

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

৫ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। ওই শিক্ষক নিয়োগে কেন নিষেধাজ্ঞার আদেশ বলবৎ হবে না—এই মর্মে আদালত মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের ডিজিসহ তিনজনকে কারণ দর্শাতে বলেছেন। এর আগে গত ২০ মে ওই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য মো. নুরুজ্জামান সিকদার ও শারমিন আক্তার শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিকার চেয়ে যৌথভাবে বাদী হয়ে কাউখালী সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা করেন। মামলায় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাইদ মনু মিয়াসহসহ আটজনকে আসামি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে বিবাদীদের আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত। সেই সঙ্গে নিয়োগকৃত প্রধান শিক্ষকের বেতন-ভাতা দেওয়ার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

এ ব্যাপারে মামলার বাদী শারমীন আক্তার বলেন, ‘প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি প্রভাব খাটিয়ে নিজের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। এই অনিয়মের নিয়োগ বাতিলের জন্য আদালতের দ্বারস্থ হয়েছি।’

মন্তব্য