kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

শিক্ষার্থীর প্রস্তুতি

গুরুত্বপূর্ণ টপিকগুলো নোট করে পড়ি

নুসরাত জাহান তিতিল
পরীক্ষার্থী (প্রথম স্থান) রাজউক উত্তরা মডেল কলেজে, ঢাকা

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগুরুত্বপূর্ণ টপিকগুলো নোট করে পড়ি

প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের মতো আমিও এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছি। আগামী ২ নভেম্বর থেকে পরীক্ষা আরম্ভ হবে। আমাদের হাতে সময় খুবই কম। মোট ৭টি বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। আমার প্রস্তুতি কেমন সে সম্পর্কে বলছি—আমি দৈনিক ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করি। পুরো সময়টা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি। ৭টি বিষয়ই সমানভাবে গুরুত্ব দিই। তবে বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বিষয়ে আমি বেশি সময় দিয়ে থাকি। বাংলা বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নের জন্য বাংলা পাঠ্য বই এবং ব্যাকরণ বইটি ভালোভাবে পড়ি। বিশেষ করে বাংলা ব্যাকরণের অধ্যায়গুলোতে বেশি গুরুত্ব দিই। সৃজনশীল প্রশ্নের জন্য আমি পাঠ্য বইয়ের ওপরই নির্ভরশীল। ভাবসম্প্রসারণ, সারাংশ, সারমর্ম এবং রচনার জন্য পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বইয়ের সহযোগিতা নিয়ে থাকি। ইংরেজি বিষয়ের জন্য বেশি বেশি Grammar অনুশীলন করি এবং পাঠ্য বইয়ের বিষয়গুলোর সঙ্গে মিল রেখে Paragraph, Formal Informal Email এবং Dialogue পড়ি। গণিতের বহু নির্বাচনী প্রশ্নের জন্য পাঠ্য বইয়ের গণিতের খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে অনুশীলন করি। বইয়ের অঙ্কগুলোর পাশাপাশি পাটিগণিত, বীজগণিত এবং পরিসংখ্যানের অধ্যায়গুলোর জন্য অন্যান্য অঙ্কও অনুশীলন করি। জ্যামিতির জন্য আমি মূলত পাঠ্য বই অনুশীলন করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এবং বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের জন্য আমি পাঠ্য বই পড়ি। বিজ্ঞান বিষয়ে জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থ এই তিনটি অংশ রয়েছে। আমি পদার্থ এবং রসায়নের অধ্যায়গুলো বিশেষ মনোযোগ দিয়ে চর্চা করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হয় না। এতে মোট ৫০ নম্বর উত্তর করতে হয়। মোট ৫টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হয়। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনীর জন্য আমি পাঠ্য বই পড়ি এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ি। মূলত পাঠ্য বই আমি সব বিষয়ের জন্য অনুশীল করি। সব বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় ও টপিকের ওপর আলাদা আলাদা নোট তৈরি করে পড়ি।

মন্তব্যসাতদিনের সেরা