kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরামর্শ

প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে ১টি করে প্রশ্ন আসে

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেপ্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে ১টি করে প্রশ্ন আসে

আব্দুর রশিদ, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা

পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দুটি অংশ আছে।

ক-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর) এবং খ-বিভাগ (বহু নির্বাচনী অভীক্ষা) 

দুটি বিভাগ একত্রে মোট সময় ২ ঘণ্টা এবং মোট নম্বর : ২৫+২৫ = ৫০ নম্বর।

 

১. সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (ক-বিভাগ) :

এই অংশে মোট ৮টি প্রশ্ন থাকবে এবং এর মধ্য থেকে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৫ নম্বর। মোট ৫টি অধ্যায় এবং প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে ১টি করে প্রশ্ন পরীক্ষায় আসবে। তবে প্রথম, তৃতীয় ও পঞ্চম অধ্যায় থেকে ২টি করে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি।

 

প্রথম অধ্যায় : এই অধ্যায় থেকে যে টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, ব্যবসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, চিকিত্সা ও গবেষণাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার।

এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :

১. চিকিত্সাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা করো।

২. আইসিটি প্রয়োগের ফলে ব্যবসায়ে কী কী সুবিধা অর্জিত হয়।

৩. ‘সংযুক্তিই উত্পাদনশীলতা’—উক্তিটি বিশ্লেষণ করো।

৪. বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার কিভাবে নতুন কর্মসৃজনের দিগন্ত উন্মোচন করেছে? সংক্ষেপে লেখো।

 

দ্বিতীয় অধ্যায় : এই অধ্যায় থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে : নেটওয়ার্ক, টপোলজি, মডেম ও রাউটার।

এই অধ্যায় থেকে টপোলজি টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং কমপক্ষে একটি সংক্ষিপ্ত প্রশ্ন কমন থাকার সম্ভাবনা বেশি।

এ বছর বাস ও স্টার টপোলজি বেশি গুরুত্বপূর্ণ।

এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :

৫. টপোলজি কী? চিত্রসহ বাস ও স্টার টপোলজি বর্ণনা করো।

৬. রাউটার কী? এর কাজ করার পদ্ধতি সম্পর্কে লেখো।

৭. নেটওয়ার্কের ক্ষেত্রে মডেম ও ল্যান কার্ডের কার্যকারিতা সংক্ষেপে বর্ণনা করো।

৮. কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সঙ্গে সরাসরি লিংক থাকে? সেই টপোলজির সংক্ষিপ্ত বর্ণনা দাও।

 

তৃতীয় অধ্যায় : এই অধ্যায় থেকে যে টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলো হচ্ছে : ম্যালওয়্যার ও এর প্রকারভেদ, কম্পিউটার ভাইরাস ও এর প্রকারভেদ এবং ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়। এ বছর এই অধ্যায়ের ম্যালওয়্যার টপিকটি খুবই গুরুত্বপূর্ণ।

এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :

৯. ভাইরাস কী? এর প্রকারভেদ আলোচনা করো।

১০. ম্যালওয়্যার কী? মালওয়্যারের প্রকারভেদ আলোচনা করো।

১১. ক্যাপচা কী? পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কী কী করা উচিত?

 

চতুর্থ অধ্যায় : এই অধ্যায় থেকে যে টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে : মাইক্রোসফট এক্সেল ২০০৭ উইন্ডো পরিচিতি, যোগ ও বিয়োগ করার কৌশল। এই অধ্যায়ে একটি বিষয় সব সময় লক্ষ রাখতে হবে যে যখন কোনো সূত্র লিখবে তখন সবার প্রথমে সমান ‘=’ ব্যবহার করবে। যদি সমান চিহ্ন ব্যবহার না করো তাহলে নম্বর পাবে না।

এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :

১২. স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে হিসাব করার পদ্ধতি বর্ণনা করো।

১৩. স্প্রেডশিট প্রগ্রাম কী? স্প্রেডশিট ব্যবহার করে কী কী সুবিধা পাওয়া যায় লেখো।

 

পঞ্চম অধ্যায় : এই অধ্যায় থেকে যে টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে : শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের গুরুত্ব, ই-মেইল অ্যাকাউন্ট খোলা এবং  দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে ইন্টারনেট ব্যবহার। এই অধ্যায়ে একটি বিষয় লক্ষ রাখতে হবে যে যদি অ্যাটাচমেন্ট পাঠাতে বলে তাহলে প্রথমে ই-মেইল পাঠানোর পদ্ধতি ধারাবাহিকভাবে লিখতে হবে, তারপর সেন্ড করার আগেই অ্যাটাচমেন্টে ক্লিক করবে, তারপর (ছবি বা কোন ফাইল) ব্রাউজ করবে এবং সবশেষে সেন্ডে ক্লিক করবে।

এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :

১৪. ই-মেইল ঠিকানা খোলার পদ্ধতি ধারাবাহিকভাবে লেখো।

১৫. একজন শিক্ষার্থী হিসেবে ইন্টারনেট থেকে তুমি কী কী সুবিধা ভোগ করো বর্ণনা করো।

১৬. শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সংক্ষেপে লেখো। 

১৭. ই-মেইল পাঠানোর পদ্ধতি ধারাবাহিকভাবে লেখো।

১৮. ই-মেইলে অ্যাটাচমেন্ট পাঠানোর  পদ্ধতি ধারাবাহিকভাবে লেখো।

 

২. বহু নির্বাচনী অভীক্ষা (খ বিভাগ) : এই অংশে ২৫টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান ১ এবং সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা