<p>আয়াতের অর্থ : ‘হে মুসা! তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তোমাকে তাড়াহুড়া করতে বাধ্য করল কিসে? সে বলল, এই তো তারা আমার পেছনে এবং হে আমার প্রতিপালক, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম, তুমি সন্তুষ্ট হবে এ জন্য।’ (সুরা : তা-হা, আয়াত : ৮৩-৮৪)</p> <p>আয়াতদ্বয়ে আল্লাহর প্রতি মুসা (আ.)-এর ভালোবাসা এবং তাঁকে তাওরা দানের ঘটনা বর্ণনা করা হয়েছে।</p> <p><strong>শিক্ষা ও বিধান</strong></p> <p>১. আল্লাহ তাওরাত দান করার আগে মুসা (আ.) ও তাঁর সম্প্রদায়কে তুর পাহাড়ে ৪০ দিন অবস্থান করে ইবাদত করার নির্দেশ দেন।</p> <p>২. মুসা (আ.)-এর ঘটনা থেকেই সুফি আলেমরা চিল্লা বা ৪০ দিন নিজেকে ইবাদতে নিমগ্ন রাখার ধারণা গ্রহণ করেছেন।</p> <p>৩. আল্লাহর ঘোষণা মুসা (আ.)-এর ভেতর আল্লাহপ্রেম প্রবল হয়ে গেল। ফলে তিনি স্বজাতিকে তুর পাহাড়ে আসার নির্দেশ দিয়ে নিজে দ্রুত এগিয়ে গেলেন।</p> <p>৪. বনি ইসরাঈলের ঘটনার আলোকে তাফসিরবিদরা বলেন, কোনো সফরের সময় সে জাতির নেতার উচিত পেছনে পেছনে থাকা। যেন অপ্রীতিকর কিছু ঘটলে তিনি অবগত হতে পারেন।</p> <p>৫. মুসা (আ.) স্বজাতিকে পেছনে ফেলে দ্রুত এগিয়ে যান আল্লাহর ভালোবাসার প্রাবল্যে। আল্লাহ তাঁকে এই বিষয়ে প্রশ্ন করে দায়িত্বের ব্যাপারে সতর্ক করেন।</p> <p>(তাফসিরে মাআরিফুল কোরআন : ৬/১২৭; তাফসিরে সাদি, পৃষ্ঠা-৫১১)</p> <p> </p> <p> </p>