<p>সূর্য পরিপূর্ণভাবে উদিত হওয়ার পর ইশরাকের নামাজ আদায় করতে হয়। রাসুলুল্লাহ (সা.) ফজরের নামাজের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করতেন। এ সময় দোয়া, তাসবিহ পাঠ ও দ্বিনি আলোচনা করতেন। সূর্যোদয়ের পর তিনি দুই রাকাত নামাজ আদায় করতেন।<br /> এই আমলের প্রতি রাসুলুল্লাহ (সা.) অন্যদেরও উৎসাহিত করেছেন।<br /> জীবনের গুনাহ মাফের অন্যতম বড় মাধ্যম হজ ও ওমরাহ। তবে মক্কায় গিয়ে হজ ও ওমরাহ করার সামর্থ্য সবার হয় না। কোনো বান্দা যদি বিশুদ্ধ নিয়তে দুই রাকাত সালাতুল ইশরাক আদায় করে তাহলে সে একটি পূর্ণ হজ ও ওমরাহর সমপরিমাণ সওয়াব পেয়ে যায়। আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করল এবং সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকল; অতঃপর দুই রাকাত নামাজ আদায় করল, সে একটি পরিপূর্ণ হজ ও ওমরাহর সওয়াব পাবে।’ (তিরমিজি, হাদিস : ৫৮৬)<br /> ইশরাকের সময় হলো বেলা ওঠার ১০-১৫ মিনিট পর থেকে দ্বিপ্রহরের পাঁচ মিনিট আগ পর্যন্ত। তবে উত্তম হলো বেলা ওঠার এক থেকে দেড় ঘণ্টার মধ্যে ইশরাক পড়া ।</p>