<p>উচ্চারণ :  আল্লাহুম্মাকফিনিহিম বিমা শি-তা</p> <p>অর্থ : হে আল্লাহ! তোমার যেভাবে ইচ্ছা তুমি আমাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করো।</p> <p>উপকার : রাসুল (সা.) বলেন, পূর্ববর্তী যুগে এক বালককে তৎকালীন বাদশাহ আল্লাহর ওপর ঈমান আনার অপরাধে হত্যা করতে চেয়েছিল, তারা যত পন্থায়ই তাকে হত্যা করতে চেয়েছে, সে ততবার উল্লিখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, মহান আল্লাহও তাকে সাহায্য করেছেন। তারা তার কিছুই করতে পারেনি।<br /> (মুসলিম, হাদিস : ৭৪০১)</p> <p> </p>