<p>উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল মুআফাতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।</p> <p>অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি।</p> <p>উপকার : আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, মানুষ যত ধরনের দোয়া করে, তার মধ্যে এই দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া নেই।<br /> (ইবনে মাজাহ, হাদিস : ৩৮৫১)</p>