<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আয়াতের অর্থ : </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পবিত্র কাবাঘর, পবিত্র মাস, কোরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। এটা এ জন্য যে তোমরা যেন জানতে পার যা কিছু আসমান ও জমিনে আছে আল্লাহ তা জানেন এবং আল্লাহ তো সর্ব বিষয়ে সর্বজ্ঞ। ...বোলো, মন্দ ও ভালো এক নয়, যদিও মন্দের আধিক্য তোমাকে চমত্কৃত করে। সুতরাং হে বোধশক্তিসম্পন্নরা, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। (সুরা মায়িদা, আয়াত : ৯৭-১০০)</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আয়াতগুলোতে পবিত্র কাবাঘরের সম্মান ও মর্যাদা বর্ণনা করা হয়েছে।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষা ও বিধান</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১. আল্লাহ সৃষ্টিগতভাবে কাবাঘরকে সম্মানিত ও নিরাপদ বানিয়েছেন। ফলে প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই তা মানুষের কাছে সম্মানিত।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২. জাহেলি যুগে আরব উপদ্বীপের অধিবাসীরাও কাবাঘরতে সর্বোচ্চ সম্মান করত। তবে তাদের ভেতর নানা কুসংস্কার তৈরি হয়েছিল। রাসুলুল্লাহ (সা.) যা দূর করেছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৩. আলেম ও দ্বিনপ্রচারকদের দায়িত্ব দ্বিনের বাণী পৌঁছে দেওয়া। কাউকে দ্বিন পালনে বাধ্য করা তাদের দায়িত্ব নয়। এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। (তাফসিরে কোরতুবি : ৮/২২২)</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৪. আল্লাহ নিজ অনুগ্রহে ইসমাইল (আ.)-এর মাধ্যমে মক্কার মতো অনুর্বর ও ফল-ফসলহীন ভূমিকে মানুষের বসবাসের উপযোগী করেছেন।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫. পবিত্র কাবাঘর কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য তাওহিদ বা একত্ববাদের প্রতীক। (আত-তাহরির ওয়াত তানভির : ৭/৫৮)</span></span></span></span></p> <p> </p>