kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে 

টিস্যু না নিলে পবিত্রতা অর্জন হয়?

প্রশ্ন : কোনো ব্যক্তি যদি প্রস্রাব করে টিস্যু না নিয়ে শুধু পানি নেয়, তাহলে পবিত্রতা অর্জন হবে?

ফারুক, নারায়ণগঞ্জ

উত্তর : যদি সামান্য নড়াচড়া বা কাশি ইত্যাদির মাধ্যমে প্রস্রাবের ফোঁটা আর না আসার ব্যাপারে প্রশান্তি বা নিশ্চিত হয়ে যায়, তাহলে শুধু পানি ব্যবহারের দ্বারাও পবিত্রতা অর্জন হয়ে যায়। তবে পানি ব্যবহারের পূর্বে ঢিলা-টিস্যু ইত্যাদি ব্যবহার করা সুন্নত। (ইবনে মাজাহ, হাদিস : ৩৪৬, আসসুনানুল কুবরা : ৫৪০, এমদাদুল আহকাম : ১/৪০০)


নিজেই নিজের স্বপ্নের ব্যাখ্যা করা

প্রশ্ন : কোনো স্বপ্ন দেখে নিজেই অনুমানের ভিত্তিতে তার ব্যাখ্যা করার বিধান কী?

     আব্দুর রহমান, গুলিস্তান

 

উত্তর : স্বপ্নের ব্যাখ্যা নিজে বুঝতে পারলে কাউকে বলার প্রয়োজন নেই। তা না হলে অভিজ্ঞ দ্বিনদার হিতাকাঙ্ক্ষী ব্যক্তির কাছ থেকে ব্যাখ্যা জেনে নেওয়া উত্তম।

বিজ্ঞাপন

(বুখারি, হাদিস : ৭০৪৫, মাআরিফুল কোরআন : ৫/২২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ২/৫২৭)সাতদিনের সেরা